কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান বার্মিজ ইয়াবাসহ আটক ৩ - Southeast Asia Journal

কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান বার্মিজ ইয়াবাসহ আটক ৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে দুই লক্ষ আটত্রিশ হাজার আটশত বার্মিজ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র সদস্যরা। গত ১২ অক্টোবর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র বালুখালী ও রেজুপাড়া বিওপি এবং রেজুখাল যৌথ চেকপোস্ট হতে পৃথক পৃথক অভিযানে সর্বমোট সাত কোটি ষোল লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের এসব বার্মিজ ইয়াবাসহ তাদের আটক করা হয়।

সূত্রে জানা যায়, ৩৪ বিজিবি’রর বালুখালী বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির তাজনিমারখোলা পশ্চিমপাড়া সৈয়দ আলম মনোয়ারের বাড়ীতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান বার্মিজ ইয়াবা মজুদ করা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি টহলদল তাজনিমারখোলা পশ্চিমপাড়া এলাকায় গিয়ে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একই এলাকার মৃত ফকির মোহাম্মদ এর আসামী সৈয়দ আলম মনোয়ার (৩৫)’র বাড়ী তল্লাশী করে রান্না ঘরের ভিতরে মাটির নিচে বালতির ভিতরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় এক লক্ষ আটাশ হাজার আটশত পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়া একই ব্যাটালিয়নের রেজুপাড়া বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউপির তুলাতলী (ভালুকিয়া) নামক স্থানে সীমান্ত হতে কোটবাজারগামী যাত্রিবাহি একটি সিএনজি তল্লাশী করে উপজেলার চাকবৈঠাস্থ খলুর বাপেরপাড়ার মৃত আবুল সামার ছেলে মোঃ জামাল হোসেন (২১) এর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতরে থাকা এক লক্ষ পিস বার্মিজ ইয়াবা আটক করতে সক্ষম হয়। অন্যদিকে একই দিন, জেলার রামু উপজেলাধীন ৯নং খুনিয়াপালং ইউপির রেজুখাল যৌথ চেকপোষ্ট নামক স্থানে হ্নীলা হতে কক্সবাজারগামী যাত্রিবাহি সিএনজি তল্লাশী করে ধৃত আসামী মোঃ নুর (২৮) এর শরীরে লুকায়িত অবস্থায় দশ হাজার পিস বার্মিজ ইয়াবা আটক করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, আটককৃত ব্যক্তিদের নামে মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক নিয়ন্ত্রনে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।