বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশী ভ্যাকসিন - Southeast Asia Journal

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশী ভ্যাকসিন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা মহামারি প্রতিরোধে বাংলাদেশের গ্লোব বায়োটেকের তিনটি ভ্যাকসিনকে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার (১৭ অক্টোবর) সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত তালিকাটি প্রকাশ করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তালিকাভুক্তির বিষয়টি জানায় গ্লোব বায়োটেক লিমিটেড। এতে বলা হয়, গত ১৫ অক্টোবর গ্লোব’র আবিষ্কৃত তিনটি ভ্যাকসিনকে কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্যান্ডিডেটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এ ভ্যাকসিন ক্যান্ডিডেটগুলো হলো, D614G viriant mRNA vaccine, DNA Piasmid vaccine এবং Adenovirus Type-5 Vector Vaccine বাংলাদেশে গ্লোব বায়েটেকই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যাদে সর্বোচ্চ সংখ্যক (৩টি) ভ্যাকসিনের নাম তালিকায় যুক্ত করেছে ডব্লিউএইচও।

এর আগে গত ৫ অক্টোবর এক সংবাদ সম্মেলন প্রতিষ্ঠানটি জানায়, খরগোশ ও ইঁদুরের শরীরে প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে (মানুষের শরীরে পরীক্ষা আগে) ভ্যাকসিনগুলো সফলতা পেয়েছে। মানুষের শরীরে পরীক্ষার অনুমতি পেলে আগামী বছরের শুরুতেই ‘বিএন কোভিড’ নামের ভ্যাকসিনটি বাজারে আনা যাবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া চলতি বছরের জুলাইতে গ্লোব বায়োটেক ভ্যাকসিন তৈরিতে কাজ শুরু করে বলে জানানো হয়।