নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবির নায়েক আক্তার হোসেনের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবির নায়েক আক্তার হোসেনের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবির নায়েক আক্তার হোসেনের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দায়িত্ব পালনকালে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

নিহত নায়েক আক্তার হোসেন ভোলার দৌলতখান পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার আব্দুল মান্নান মিয়ার পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। জীবদ্দশায় তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, গত ১১ অক্টোবর রোববার সকালে কক্সবাজার বিজিবির (৩৪ ব্যাটালিয়ন) বাইশফাঁড়ি এলাকার রেজু-আমতলী সীমান্ত চৌকির (বিওপি) একটি টহল দল বের হয়। দলটি ৪০ নম্বর সীমান্ত পিলারের আনুমানিক ৫০০ গজ দূরত্বে সীমান্ত সড়কের পাশে প্রস্তাবিত নতুন একটি বিওপির জায়গায় রুটিন টহলে গিয়েছিল। এ সময় ওই স্থানে হঠাৎ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আক্তার হোসেন দুই পায়ে গুরুতর আঘাত পান। সেখান থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১২ অক্টোবর সোমবার বিকেল ৪টা ১২ মিনিটে বিজিবির একটি হেলিকপ্টারে তাঁকে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

বিজিবি সদস্য আক্তার হোসেনের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *