রাঙামাটিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ উপজাতি সন্ত্রাসী আটক - Southeast Asia Journal

রাঙামাটিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ উপজাতি সন্ত্রাসী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের উত্তর মাঝেরপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন উপজাতি সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত ২৬ অক্টোবর সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো উপজেলার হারাঙ্গী পাড়ার মিবাই মারমার ছেলে সাইমন মারমা (২১), মংনুশি মারমার ছেলে মংসাচিং মারমা (২১) ও অং প্রু সাই মারমার ছেলে মংমং মারমা(২০)।

সুত্রে জানা যায়, কলমপতি ইউনিয়নের উত্তর মাঝের পাড়া এলাকার থুচাইমং মারমার বাড়িতে ২৬ অক্টোবর সোমবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে ৬ উপজাতিয় সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতিকালে বাড়ীর লোকজন টের পেয়ে চিৎকার করে। এসময় ৩জন উপজাতিয় সন্ত্রাসী পালিয়ে গেলেও স্থানীয়দের সহযোগীতায় অপর ৩জন সন্ত্রাসীকে ১টি দেশীয় তৈরী একনালা বন্দুক ও তাদের ব্যবহৃত ১টি বাজাজ মোটর সাইকেলসহ আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে কাউখালী থানার এসআই মোঃ সিরাজুল ইসলামের নের্তৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক তিনজনকে কাউখালী থানায় নিয়ে আসে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদ উল্লাহ পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে কাউখালী থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে। পলাতক অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।