কক্সবাজারে চাঁদার দাবিতে শরণার্থী ত্রাণ কর্মকর্তা অপহরণ, ৮ ঘণ্টা পর উদ্ধার - Southeast Asia Journal

কক্সবাজারে চাঁদার দাবিতে শরণার্থী ত্রাণ কর্মকর্তা অপহরণ, ৮ ঘণ্টা পর উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে ‘চাঁদার দাবিতে’ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে নিয়োজিত এক স্বেচ্ছাসেবককে (সিপিপি) অপহরণ করা হয়েছে। অপহরণের ৮ ঘণ্টা পর ক্যাম্প ১৬ বি ব্লক থেকে যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়।

গত বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজারস্থ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি হেমায়েতুর ইসলাম। অপহৃত মোহাম্মদ হোসেন (৩৬) উখিয়ার স্থানীয় বাসিন্দা। তিনি কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে নিয়োজিত সিপিপি কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এসপি হেমায়েতুর ইসলাম বলেন, বিকেলে উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে সিপিপি কর্মী মোহাম্মদ হোসেনকে অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। খবরটি পাওয়ার পর থেকে এপিবিএন এর সদস্যরা অভিযান পরিচালনা করে প্রায় ৮ ঘণ্টা পর অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।