ভারত থেকে সব দেশেই করোনার টিকা রফতানির অনুমোদন আছে: সেরামের সিইও - Southeast Asia Journal

ভারত থেকে সব দেশেই করোনার টিকা রফতানির অনুমোদন আছে: সেরামের সিইও

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেরাম ইনস্টিটিউট অব ইনডিয়ার প্রধান নির্বাহী আদর পূনাওয়ালা বলেছেন, ভারত থেকে সব দেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমোদন আছে। এক সাক্ষাৎকারে তার বক্তব্য নিয়ে দুদিন ধরে বিভ্রান্তি চলার পর মঙ্গলবার টুইট করে এ কথা জানালেন সেরাম ইনস্টিটিউটের প্রধান। টুইটে তিনি লিখেছেন, যেহেতু সাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তাই তিনি বিষয়টি স্পষ্ট করতে চান।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা মিলে করোনাভাইরাসের যে টিকা তৈরি করেছে, তার উৎপাদন ও বিপণনের সঙ্গ যুক্ত রয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। কোভিশিল্ড নামের ওই টিকার তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর গত ৪ঠা জানুয়ারি সোমবার এই টিকা আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদনও দিয়ে দিয়েছে।

অন্যদিকে, করোনাভাইরাসের টিকা বাংলাদেশকে সরবরাহ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ভারত সরকারের উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে ‘দ্য ইকোনমিক টাইমস’। প্রতিবেদনে বলা হয়েছে, “টিকা রফতানি নিষেধাজ্ঞা নিয়ে গণমাধ্যমের খবরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সে বিষয়টি পরিষ্কার করেছে ভারত। ভারতের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে টিকা সরবরাহে প্রতিজ্ঞাবদ্ধ।”

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন- ভারত গোটা মানবজাতির জন্যই টিকা তৈরি করছে এবং সর্বোচ্চ পর্যায়ের প্রতিশ্রুতি।” এতে আরও বলা হয়, “বাংলাদেশকেও টিকা সরবরাহে আমাদের নেতৃবন্দ প্রতিশ্রুতিবদ্ধ ।”