খাগড়াছড়িতে বিয়ের প্রলোভনে মানসিক ভারসাম্যহীন উপজাতি কিশোরীকে ধর্ষণ, স্বজাতি যুবক আটক
 
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন এক উপজাতি কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় বাবু চাকমা (৩৫) নামের এক বখাটে যুবককে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। আটককৃত বাবু চাকমা জেলা সদরের গিরিফুল এলাকার খুনজি লাল চাকমার ছেলে।
জানা যায়, বখাটে বাবু চাকমা জেলা সদরের সিঙ্গিনালা এলাকার মোহন চন্দ্র চাকমার মানসিক ভারসাম্যহীন মেয়ে শুক্লপ্রভা চাকমা তনুকে দীর্ঘদিন যাবৎ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে। বিষয়টি জানার পর মেয়ে পক্ষ ছেলে পক্ষকে নিয়ে সামাজিক ভাবে গত ২৬ ডিসেম্বর তারিখে এ ঘটনার সুষ্ঠু সমাধানের চেষ্টা চালায়। কিন্তু সমাজের কতিপয় ব্যক্তিরা বিষয়টির সুষ্ঠু সমাধান না করে উল্টো এ ঘটনায় ভূক্তভোগী মেয়েকে দায়ী করে এবং মেয়ে পক্ষকে ১১শ টাকা জরিমানা করে। পরবর্তীতে মেয়েপক্ষ বিচার না পেয়ে গত ৪ঠা জানুয়ারি সোমবার খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। যার প্রেক্ষিতে আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে আসামী বাবু চাকমাকে আটক করে সদর থানা পুলিশ।
মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানিয়েছেন, আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হবে।
