টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক - Southeast Asia Journal

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের সাবরাং ডেইল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ ছদ্মবেশী দুই জেলেকে আটক করেছে পুলিশ। ৯ জানুয়ারি শনিবার ভোররাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। তার হলেন- টেকনাফ হোয়াইক্যংয়ের বাসিন্দা নুরুল ইসলাম (৩০) ও টেকনাফ পৌরসভার বাসিন্দা জামাল হোসেন (৩৫)।

তিনি আরও জানান, ইয়াবা ও আটককৃত জেলেদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।