বাঘাইছড়িতে আঞ্চলিক তিন দলের ঘন্টা ব্যাপী ত্রিমুখী বন্ধুক যুদ্ধে ৭০০ রাউন্ড গুলিবিনিময় - Southeast Asia Journal

বাঘাইছড়িতে আঞ্চলিক তিন দলের ঘন্টা ব্যাপী ত্রিমুখী বন্ধুক যুদ্ধে ৭০০ রাউন্ড গুলিবিনিময়

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তালুকদার পাড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক ৩ সংগঠন জেএসএস (সন্তু) ও জেএসএস(এমএন লারমা) এবং ইউপিডিএফ (গনতান্ত্রিক) দলের মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধ সংগঠিত হয়েছে। এতে উভয় পক্ষ ৭০০ রাউন্ড গুলিবর্ষণ করে।

বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান গুলাগুলি প্রচন্ড আওয়াজ আমরা শুনতে পেয়েছি তবে এখনো কোন হতাহতের সংবাদ পাইনি। ৯ জানুয়ারী শনিবার দুপুর পোনে একটা থেকে পোনে দুইটা পর্যন্ত একটানা গুলাগুলির ঘটনা ঘটে এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঈমাম পাড়া জামে মসজিদ, নুর টাওয়ার ও আব্দুর শুক্কুর মিঞা কমিশনারের বাসায় গুলি এসে পরে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে ঘটনার পরপরই বিজিবি ও পুলিশ তৎপরতা শুরু করে।