পাহাড়ী আঞ্চলিক দলের গোলাগুলি ও চাঁদাবাজি বন্ধের দাবীতে বাঘাইছড়িতে মানববন্ধন
 
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ের বিবাদমান আঞ্চলিক দলের প্রকাশ্যে গোলাগুলি ও চাঁদাবাজি বন্ধের দাবীতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ব্যানারে রবিবার (১০ জানুয়ারী) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার সকল দোকানপাট ও অভ্যন্তরিন যানচলাচল বন্ধ রেখে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে মানববন্ধন করেছে হাজারো মানুষ।
এ সময় বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, নাগরিক পরিষদ নেতা মুক্তার হোসেন সোহেল, আবছার উদ্দিন এবং ব্যাবসায়ী নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে পাহাড়ের আঞ্চলিক দলের অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজি বন্ধের দাবীর পাশাপাশি প্রত্যাহারকৃত সকল সেনা ক্যাম্প ও র্যাবের ইউনিট স্থাপন করার জোর দাবী জানান।
উল্লেখ, গতকাল শনিবার (৯ জানুয়ার দুপুরে উপজেলার তালুকদার পাড়ায় পাহাড়ি আঞ্চলিক তিন দলের ঘন্টাব্যাপী গোলাগুলিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে এবং সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি বাঙালীদের বসত ঘর ও ব্যাবসা প্রতিষ্ঠানে এসে পরে এই বন্দুক যুদ্ধে উভয় পক্ষ প্রায় ৭০০ রাউন্ড গুলিবর্ষণ করে বলে নিশ্চিত করেন বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন। গোলাগুলির ঘটনা নিয়মিত হওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।
