বুড়িমারী স্থলবন্দরে বাংলাদেশি ট্রাক ড্রাইভারকে আটক করেছে বিএসএফ
 
নিউজ ডেস্ক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মো. জালাল উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশি ট্রাক ড্রাইভারকে ভারতীয় ওষুধসহ আটক করেছে। গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশি জুট পণ্য নিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে পণ্য খালাস করে ফেরার পথে বিএসএফ তাকে আটক করে। আটককৃত ট্রাক ড্রাইভার বুড়িমারী স্থল বন্দর টু ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর পর্যন্ত কাটা ড্রাইভার হিসেবে কাজ করেন।
জানা গেছে, শুক্রবার দুপুরে বাংলাদেশি জুট পণ্য নিয়ে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে পণ্য খালাস করে ফেরার পথে শুক্রবার সন্ধা ৬টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১৪৮ বিএসএফ ব্যাটালিয়ান চ্যাংড়াবান্ধা ক্যাম্পে ট্রাকে অভিযান চালিয়ে ওই ট্রাক ড্রাইভারের কাছে কিছু ভারতীয় ওষুধ পায়। ভারতীয় ওষুধ রাখার দায়ে চ্যাংড়াবান্ধা বিএসএফ উক্ত ট্রাক ড্রাইভারকে আটক করে। আটক ট্রাক ড্রাইভারকে ফিরিয়ে আনতে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ চ্যাংড়াবান্ধা বিএসএফের সাথে আলোচনা চলমান রেখেছেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাটের একটি গোয়েন্দা সংস্থা।
বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের সুবেদার খলিলুর রহমান জানান, শুক্রবার রাতে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তখন বিএসএফ দাবি করে, ভারতীয় কিছু ওষুধসহ ট্রাক ও চালককে তারা আটক করে কাস্টমসে হস্তান্তর করেছেন।
