আন্দামান সাগরে ৮ রোহিঙ্গার মৃত্যু - Southeast Asia Journal

আন্দামান সাগরে ৮ রোহিঙ্গার মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের আন্দামান সাগরে রোহিঙ্গা শরনার্থীদের একটি নৌকা ভাসমান অবস্থায় আছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড কর্তৃপক্ষ। এদের মধ্যে ৮ রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তারা।

নৌকাটিতে মোট ৯০জন রোহিঙ্গা রয়েছে। এদের মধ্যে ৬৪ জন নারী ও শিশু এবং ২৬ জন পুরুষ আছেন বলে জানিয়েছে তারা। নৌযানটি ১১ ফেব্রুয়ারি বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ থেকে যাত্রা শুরু করে। নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে গেলে আন্দামান সাগরে ভাসমান অবস্থায় পাওয়া যায় তাদের। এদিকে রোহিঙ্গাদের খাবার, পানি ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য দুটি জাহাজ পাঠিয়েছে ভারতের কোস্টগার্ড।

এর আগে বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব রোহিঙ্গাদের উদ্ধারের খবরটি নিশ্চিত করেছিলেন। অনুরাগ শ্রীবাস্তব বলেন, যাত্রা শুরুর চার দিন পর নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তাদের খাবার ও পানিও শেষ হয়ে গিয়েছিল। উদ্ধারকালে অনেকেই চরম ডিহাইড্রেশনে আক্রান্ত হয়েছিলেন।