খাগড়াছড়িতে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক ২ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক ২

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে ৪ কেজি গাঁজাসহ মোঃ শাহাব উদ্দিন(৩৫) ও মোঃ ফারুক হোসেন(২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গত ৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে জেলার মাটিরাঙ্গায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ৪০ বিজিবির সদস্যরা।

বিজিবি জানায়, গোয়ন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গার পলাশপুর জোন এর ২ নং জিপি গেইটে শান্তিপুর থেকে আগত মোটরসাইকেল তল্লাশী করে করে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ মোঃ শাহাব উদ্দিন (৩৫) ও মোঃ ফারুক হোসেন(২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। এসময় তাদের কাছে থাকা ১ টি প্লাটিনা মোটর সাইকেল (চট্ট মেট্রো হ- ১৫-৭৪৫৯), নগদ ছয় হাজার তিনশত চুয়াল্লিশ টাকা ও ২ টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটককৃত মোঃ শাহাব উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুম গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে এবং মোঃ ফারুক হোসেন মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর গ্রামের মোঃ আবুল কাশেমর ছেলে।

বিজিবি জানিয়েছে, আটককৃত আসামী, মাদকদ্রব্য ও জব্দকৃত সরঞ্জামাটি মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।