বিক্ষোভে প্রাণহানি নিয়ে দুঃখ প্রকাশ মিয়ানমার সেনাবাহিনীর
 
নিউজ ডেস্ক
মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন সেনাবাহিনীর মুখপাত্র জ মিন টুন। তিনি বলেন, নিহতরাও মিয়ানমারের নাগরিক। ফলে তিনি তাদের জন্য বেদনা অনুভব করেন। এ সময় তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা ছড়িয়ে দেয়া এবং সম্পত্তি ধ্বংসের অভিযোগ করেন।
জ মিন টুন অভ্যুত্থানের পর সহিংসতায় সারা দেশে ১৬৪ বিক্ষোভকারী নিহত হওয়ার কথা জানালেও পর্যবেক্ষক সংস্থা এএপিপি-এর হিসাব অনুযায়ী বিক্ষোভে আড়াইশ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। সোমবারও মান্দালয়ে পুলিশের গুলিতে আরো ৩ জন নিহত হয়েছে।
এর আগে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সেনা প্রধান মিং অং হ্লাইংসহ ১১ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে সোমবারের বৈঠকে এ নিষেধাজ্ঞা দেয় ২৭ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এর আওতায় ১১ জনের ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করা হবে।
১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর জান্তাবিরোধী বিক্ষোভে রক্তাক্ত দমনপীড়নের কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে যে চাপ দেয়া হচ্ছে, তার তোয়াক্কা করছে না জান্তা সরকার। উল্টো সেনাসদস্যদের বিদেশি হুমকি মোকাবিলার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছে তারা।
