খাগড়াছড়িতে এক কৃষকের ৩ একর ফলদ বাগান কেটে ফেলেছে দূর্বৃত্তরা - Southeast Asia Journal

খাগড়াছড়িতে এক কৃষকের ৩ একর ফলদ বাগান কেটে ফেলেছে দূর্বৃত্তরা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের উত্তর গাড়িটানা এলাকার প্রায় ৩ একর টিলা ভূমিতে গড়ে তোলা ফলের বাগান কেটে ফেলেছে দূবৃত্তরা। গত শনিবার (১০ এপ্রিল) গভিররাতে ঐ এলাকার কৃষক আব্দুর রহিমের মালিকানাধীন ফলদ বাগানে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ১০ একর টিলা ভূমিতে কৃষক আব্দুর রহিম গড়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির বাগান। এর মধ্যে সদ্য ৩ একরে গড়ে তোলেন উন্নত জাতের আম, পেঁপে ও লেবুর মিশ্র ফলদ বাগান। যার মধ্যে প্রায় সব মিলিয়ে ৪ হাজার চারা রোপন করেছেন তিনি। যার প্রায় ১৭শ গাছ গত শনিবার (১০ এপ্রিল) রাতের আধারে কে বা কাহারা কেঁটে ফেলেছে।

বাগান মালিক আব্দুর রহিম জানান, আমার সাথে কারো কোন বিরোধ নেই। রাতের অন্ধকারে কারা এমন অমানবিক কাজ করেছে তা আমার জানা নেই। এ ঘটনায় মানিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন তিনি। তিনি আরো জানান, আগামী রমজান মাসে প্রায় ৭০ হাজার টাকার লেবুও বিক্রি করতে পারতেন তিনি। তবে এ ঘটনায় যে পরিমান ক্ষতির সম্মুক্ষিণ হয়েছে তা পুষিয়ে আনা কোনো ভাবেই সম্ভব না। তবে যারা এমন অমানবিক কান্ড ঘটিয়েছেন তাদের মুখোশ উন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আমজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ বিয়য়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।