নাইজেরিয়ায় বিমান দুর্ঘটনা : সেনাপ্রধানসহ ১১ জন নিহত - Southeast Asia Journal

নাইজেরিয়ায় বিমান দুর্ঘটনা : সেনাপ্রধানসহ ১১ জন নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু (৫৪) বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দশজনের প্রাণহানি হয়েছে। গতকাল শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্য কাদুনায় এ দুর্ঘটনা ঘটে।

নাইজেরীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির রাজধানী থেকে ১৮০ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় কাদুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি এই বাহিনী।

এদিকে দেশটির সেনাবাহিনী বলছে, খারাপ আবহাওয়ার মধ্যে উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করেছিল। এতে ক্রুসহ আরও ১০ জন নিহত হয়েছেন। সেনাপ্রধান জেনারেল আত্তাহিরুর বয়স ৫৪ বছর। এ বছরের জানুয়ারিতে সেনাপ্রধান হয়েছেন তিনি।