সীমান্তবর্তী জেলাগুলোয় লকডাউনের নির্দেশনা প্রধানমন্ত্রীর - Southeast Asia Journal

সীমান্তবর্তী জেলাগুলোয় লকডাউনের নির্দেশনা প্রধানমন্ত্রীর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যত দ্রুত সম্ভব লকডাউন দেয়ার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী। সোমবার দুপুরে কেবিনেট বৈঠক থেকে বেরিয়ে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, লকডাউন নিয়ে কাজ শুরু করেছে কেবিনেট ডিভিশন। তবে সীমান্তের অনেক জেলায় এখন আমের ব্যবসা চলছে। তাও বিবেচনায় রাখতে হচ্ছে। এর আগে করোনা সংক্রমণ রোধে ভারতের সীমান্তবর্তী ৭ জেলায় লকডাউন ঘোষণার জন্য সরকারের কাছে সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরকে এই সুপারিশ করে করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। লকাডাউনের জন্য সুপারিশ করা জেলাগুলো হলো- সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, খুলনা, রাজশাহী, নওগাঁ ও নাটোর। এই সাত জেলায় করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখী হওয়ায় দ্রুত বিধিনিষেধ আরোপের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

লকডাউনের সময় এসব জেলার সাথে অন্য জেলার বাস চলাচল বন্ধ রাখা এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণে জোর দেয়া হয়েছে।

তবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, পুরো জেলা অবরুদ্ধ করা হবে, না জেলার নির্দিষ্ট কিছু এলাকা- সেসব বিষয়ে ‘পরিস্থিতি বুঝে’ সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্য ঝুঁকিপূর্ণ মনে করলে স্থানীয় প্রশাসনও লকডাউনের ঘোষণা দিতে পারে, সেরকম নির্দেশনা আগেই দিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসের ভারতে উদ্ভূত ধরনটির কমিউনিটি ট্রান্সমিশনের প্রমাণ পাওয়ায় গত ২৪ মে থেকে চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের বিধিনিষেধ জারি করে জেলা প্রশাসন। সোমবার তা আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে।