ভারতে ৭১ দিন পর ২৪ ঘন্টায় সর্বনিম্ন শনাক্ত - Southeast Asia Journal

ভারতে ৭১ দিন পর ২৪ ঘন্টায় সর্বনিম্ন শনাক্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ অনেকটা কমতে শুরু করেছে। ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজার ৭১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত প্রায় ৬৬ হাজার।

ভারতের গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরের বলা হয়েছে, ছয় দিন ধরে ভারতে সংক্রমণ এক লাখের নিচে রয়েছে। দেশটিতে মোট সংক্রমণ ২ কোটি ৯৩ লাখের বেশি।

করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে প্রায় দুই মাস আগে ভারতের বিভিন্ন রাজ্য বিধিনিষেধ আরোপ করেছিল। এখন সংক্রমণ কমতে থাকায় সতর্কতার সঙ্গে বিধিনিষেধ শিথিল করার প্রক্রিয়া চলছে।

এরই মধ্যে ভারতজুড়ে তীব্র সমালোচনার মুখে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে বিনা মূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ২১ জুন থেকে এ লক্ষ্যে সব রাজ্য সরকারকে বিনা মূল্যে টিকা সরবরাহ করা হবে।

করোনা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ১ মে থেকে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে টিকাদানের কর্মসূচি হাতে নেয় ভারত। ভারতে গতকাল পর্যন্ত ২৪ কোটি ৬০ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে।

এদিকে, বিশ্বে করোনায় একদিনে মারা গেছে ৯ হাজার ৬৯৭ জন। একদিনে শনাক্ত সাড়ে ৩ লাখের বেশি রোগী। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩৮ লাখ ১০ হাজার, এ পর্যন্ত আক্রান্ত ১৭ কোটি ৬৩ লাখের বেশি।

ভারতের পর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজারের বেশি মানুষ মারা গেছেন ব্রাজিলে। এছাড়া দরিদ্র দেশগুলোতে অন্তত ১০০ কোটি ডোজ টিকা বিতরণের প্রতিশ্রুতি দিয়েছেন জি সেভেনের নেতারা।

তবে, এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও এটি পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মস্কোর কিছু কর্মস্থল ও ব্যবসা প্রতিষ্ঠান এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।