চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত থেকে সাড়ে ৩ কেজি হেরোইনসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার - Southeast Asia Journal

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত থেকে সাড়ে ৩ কেজি হেরোইনসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি হেরোইনসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সদস্যরা।

জানা গেছে, রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ৫৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা পিএসসি’র নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালান। এসময় সীমান্ত পিলার ১৭৮/৩-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর আমবাগানে চোরাকারবারীদের ধাওয়া করলে তারা ১টি শপিং ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ হতে সাড়ে ৩ কেজি হেরোইন, একটি বিদেশি পিস্তুল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা। এ সময় তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে অফিসারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।