খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের সাবেক কর্মী নিহত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের সাবেক কর্মী নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে খল কুমার ত্রিপুরা (৩৬) ওরফ সাগর ত্রিপুরা নামের ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) এক সাবেক কর্মী নিহত হয়েছেন।

রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় পানছড়ি-তাইন্দং সড়কের মরাটিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাগর পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের পদ্মিনী পাড়া গ্রামের অনিল মোহন ত্রিপুরা ও বৃষমালা ত্রিপুরার ছেলে।

পুলিশ জানায়, সাগর ত্রিপুরা সকালের দিকে বাড়ি থেকে দোকানে আসেন। হঠাৎ কিছু লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে- তা নিশ্চিত হওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন ঘটনার নিশ্চিত করেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।