চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ৪ - Southeast Asia Journal

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ৪

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার ফকিরহাট থানার আটটাকা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. হানিফ (৪০), একই থানার ডহরমৌভোগ গ্রামের মৃত নরেন মূখার্জীর ছেলে শ্রী দুলাল মূখার্জী (৬০), কাঠেলি গ্রামের মৃত গোকুল চন্দ্র খাঁয়ের ছেলে শ্রী মুকুল চন্দ্র খাঁ (৫২) এবং ঝালকাঠি জেলার সদর থানার কালীবাড়ী গ্রামের সন্তোষ কুমার বণিকের ছেলে শ্রী সৌমির কুমার বণিক (৫৫)।

সোমবার দিবাগত রাতে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিন জীবননগর বিশেষ ক্যাম্পের সদস্যরা সোমবার রাত ৮টার সময় জীবননগর বিওপির সামনে অভিযান চালিয়ে ওই ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতরা বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাচ্ছিল। আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।