২৪ ঘণ্টায় ২৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে, রাজধানীর বাইরেও বাড়ছে - Southeast Asia Journal

২৪ ঘণ্টায় ২৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে, রাজধানীর বাইরেও বাড়ছে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) ২৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯০২ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন শনাক্ত ২৫৭ জনের মধ্যে ৩৮ জন ঢাকার বাইরের এবং বাকি ২১৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হন মাত্র একজন রোগী। ফলে রাজধানীর বাইরেও ডেঙ্গু রোগী বাড়ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৯৫৪ জন এবং অন্যান্য বিভাগে ৮৬ জন রোগী ভর্তি রয়েছেন।