বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে স্থানীয় অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে বিলাইছড়ি উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, স্কেল, রঙ পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা এবং সেনাবাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মোট ৭০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

বিলাইছড়ি জোন অধিনায়ক জানান, পাহাড়ের দুর্গম অঞ্চলে শিক্ষার সুযোগ সীমিত হওয়ায় শিক্ষার্থীদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। সেনাবাহিনী সবসময় এসব প্রতিকূলতা মোকাবেলায় স্থানীয় জনগণের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার পথে ইতিবাচক ভূমিকা রাখবে।

শিক্ষক ও অভিভাবকরাও সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দারিদ্র্যজনিত কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত পড়াশোনায় পিছিয়ে পড়ে। শিক্ষা উপকরণ প্রদান তাদের মনোবল বৃদ্ধি করবে এবং ঝরে পড়ার হার কমাবে।

উল্লেখ্য, রাঙামাটি রিজিয়নের অধীন বিলাইছড়ি জোন পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল শিক্ষার্থীর উন্নয়ন ও কল্যাণে দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষামূলক, স্বাস্থ্য সহায়তা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed