করােনা মােকাবেলায় বান্দরবানের লামায় সেনাবাহিনীর মানবিক সহায়তা - Southeast Asia Journal

করােনা মােকাবেলায় বান্দরবানের লামায় সেনাবাহিনীর মানবিক সহায়তা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করােনা মােকাবেলায় দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। আজ সােমবার (২৩ আগষ্ট ) সকাল ৯টায় লামা-আলীকদম সেনা জোনের উদ্যোগে লামা উপজেলার গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১০০ টি কর্মহীন ও ছিন্নমূল পরিবারের মাঝে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, আটা, ডাল, লবণ, খেজুরসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

মানবিক সহায়তা প্রদান কার্যক্রমে আলীকদম জোন অধিনায়ক উপস্থিত ছিলেন। আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মােঃ মনজুরুল হাসান বলেন, বর্তমান করােনা পরিস্থিতিতে সরকার প্রদত্ত বিধি নিষেধ অনুসরণে কার্যকরী ভূমিকা গ্রহণের পাশাপাশি সাধারণ জনগণের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহযােগিতা প্রদান করছে। তারই ধারাবাহিকতায় আজ আলীকদম জোন কর্তৃক এই বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।

জোন অধিনায়ক আরাে বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি করােনায় উদ্ভূত পরিস্থিতি মােকাবেলায় সেনাবাহিনীর সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করােনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। করােনা বিস্তার রােধকল্পে আমাদের সকলকে স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষার সকল বিষয়ে সচেতন হতে হবে। এ সময় সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি ফেস মাস্ক পরিধান করতে জনসাধারণকে প্রেষণা প্রদান করেন। তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে তিনি সকলের সহযােগীতা কামনা করেন।