আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, নিহত ২৬ - Southeast Asia Journal

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, নিহত ২৬

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাগদিস প্রদেশের ক্বাদিস জেলায় সোমবার ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পে সাত শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর দুই ঘণ্টা পর ৪ দশমিক ৯ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, ভূমিকম্পের সময় প্রদেশের ক্বাদিস জেলায় ভবনের ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ নারী ও ৪ শিশু রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় ২৮০ জনের প্রাণহানি হয়।