মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে শিশুসহ আটক ৮ - Southeast Asia Journal

মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে শিশুসহ আটক ৮

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৮ জনকে করা হয়েছে। আজ মঙ্গলবার মটিলা গ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি।

জানা গেছে, ৫৮ বিজিবির অধিনস্ত মাটিলা বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তের বেলেঘাট মাঠ থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- নরসিংদী জেলার লক্ষিপুরা উপজেলার খাশাউল্লাহ গ্রামের সোনা মিয়ার ছেলে সাইফুল মন্ডল(২৮), সাইফুলের স্ত্রী মাসুদা মন্ডল(২৬) এবং তাদের শিশু সাকিবুল(৪) ও সুরাইয়া(২), একই জেলার সদর থানার সঙ্গীতা গ্রামের ইসমাইলের ছেলে আলামিন(৩১), আলামিনের স্ত্রী কারিমা বেগম(২২) ও শিশু কন্যা আলেয়া (২),সুরুজ মিয়ার মেয়ে রিনা বেগম (৪০)।

এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, অবৈধ প্রবেশ করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।