৪৫০ রুশসেনা নিহতের দাবি যুক্তরাজ্যের, ইউক্রেনের ১৩৭ সেনা নিহত! - Southeast Asia Journal

৪৫০ রুশসেনা নিহতের দাবি যুক্তরাজ্যের, ইউক্রেনের ১৩৭ সেনা নিহত!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইউক্রেন যুদ্ধে ৪৫০ জন রাশিয়ার সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেন্স। তিনি বলেছেন, চলমান অভিযানে এখন পর্যন্ত ৪৫০ জন রুশ সেনা নিহত হয়েছে। তাদের অভিযান বন্ধ করার কোনো আলামত পাওয়া যাচ্ছে না।

শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইউক্রেনে অভিযান হলেও এখন পর্যন্ত বড় কোনো দখল করতে পারেনি রাশিয়া। তবে পুরো ইউক্রেন তারা দখল করার লক্ষ্য নিয়েছে বলে মনে হচ্ছে।

এদিকে, ইউক্রেনে চলমান রুশ অভিযানকে বর্বরতা আখ্যা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এক টুইটে তিনি বলেন, ইউক্রেনে পুতিনের হামলা একটি বর্বরতা।

ইউক্রেনের ১৩৭ সেনা নিহত
রুশ হামলায় দেশেটির অন্তত ১৩৭ জন সেনা নিহত হয়েছেন এবং ৩১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

অন্যদিকে, ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের প্রথম দিনটি সফল হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ।

ইগর কোনাশেনকভ বলেন, তার দেশের সামরিক বাহিনী ইউক্রেনে হামলার প্রথম দিনটির জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছিল সেটি তারা অর্জন করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম দিন তারা সমতলে থাকা ইউক্রেনের ৮৩টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। হামলার প্রথম দিনই ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রুশ বাহিনী।

২৫ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ
জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, বিমান হামলায় ইউক্রেনের অন্তত ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কমপক্ষে ১০২ জন আহত হয়েছেন। সবমিলিয়ে হতাহতের সংখ্যা অন্তত ১২৭।

সংস্থাটি বলছে, তাদের হাতে আসা তথ্য থেকে জানা গেছে গোলাবর্ষণ ও বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

রাশিয়াতেই পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেফতার ১৭০০
ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। তবে এ ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এমনকি খোদ রাশিয়ায়ও ইউক্রেনে হামলার প্রতিবাদে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

জানা গেছে, বিক্ষোভে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউক্রেনে বিশেষ ‘সামরিক অভিযান’ পরিচালনার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে হামলার প্রতিবাদ জানিয়ে রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। এ খবর জানিয়েছে স্কাই নিউজ ও আল জাজিরা।

এদিকে, আজ শুক্রবার সকাল হতেই আবারও বিস্ফোরণে প্রকম্পিত হয়ে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভে। পরপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে শহরের দক্ষিণ-পশ্চিম অংশে এই বিস্ফোরণগুলো ঘটে। এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করে বলছে যে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমির রাস্তায় রাশিয়ান হামলাকারীদের সঙ্গে প্রতিরক্ষা যোদ্ধাদের লড়াই চলছে।