খাগড়াছড়িতে নিজ বাড়ির উঠানে উপজাতি বৃদ্ধার গুলিবিদ্ধ লাশ!
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি সদরে নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন এক উপজাতি এক বাগান মালিক। পার্বত্য এই জেলা সদরের সাতভাইয়া পাড়ায় গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম তন বিহারী চাকমা (৫৫)। নিহত তন বিহারী চাকমা সাতভাইয়াপাড়ার বাসিন্দা এবং পেশায় কৃষক। তিনি একই এলাকার লক্ষ্মী ধন চাকমা’র ছেলে
তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) বিকিরণ চাকমা এসব নিশ্চিত করেছেন। স্বজনদের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার রাতে বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলেন তনবিহারী। সে সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তার বাম পাশের ঘাড়ে দুইটি গুলি লেগেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান এসআই বিকিরণ চাকমা। তিনি আরও জানান, নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা সঠিক তথ্য দিচ্ছে না। তারা প্রথমে স্ট্রোক বলে জানালেও পরে পুলিশ সুরতহাল করলে গুলির বিষয়টি জানায়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, দুর্বৃত্তরা তন বিহারীকে ঘরের সামনে গুলি করে হত্যা করে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। তবে এই বিষয়ে পরিবার বা স্থানীয়রা কেউ কিছু বলতে রাজি হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অসমর্থিত একটি সূত্র জানায়, নিহতের ছেলে ও মোটরসাইকেল চালক রিজান চাকমার সাথে পারিবারিকভাবে দীর্ঘদির ধরে তন বিহারী চাকমার বিভিন্ন বিরোধ চলে আসছিলো এবং সেই নিজের বাবাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। এছাড়া রিজান চাকমার সাম্প্রতিক গতবিধিও সন্দেহজনক ছিলো। আঞ্চলিক কোন সশস্ত্র সংগঠনের সহায়তা নিয়ে নিজ বাবাকে ছেলেই হত্যা করেছে কি না তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
তবে সাউথইস্ট এশিয়া জার্নাল এ সূত্রের তথ্য নিশ্চিতভাবে যাচাই করতে পারেনি।