খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসী আটক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে অভিযান পরিচালনা করে স্বপন চাকমা (৪০) নামের প্রসীত পন্থি পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
বুধবার (৯ মার্চ) দুপুরে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের ক্যাপ্টেন রাফিদ-ই-মাওলা সাকিব’র নেতৃত্বে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের গিরিফুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড বুলেট, ১টি ম্যাগাজিন, নেশা জাতীয় ঔষধ ও আদায়কৃত চাঁদার টাকা উদ্ধার করা হয়।
আটককৃত স্বপন চাকমা খাগড়াছড়ি জেলা সদরের সাত ভাইয়াপাড়া এলাকার সন্তোষ বিকাশ চাকমার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত স্বপন চাকমা নিজেকে ইউপিডিএফের (প্রসীত) চিফ কালেক্টর হিসেবে পরিচয় দেয়। এছাড়াও সে ২০১৬ সাল থেকে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সাথে জড়িত বলে জানিয়েছেন। পরবর্তীতে তাকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়।
খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন জানান, খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজের স্থান নেই। এ অঞ্চলের মানুষ যাতে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সে লক্ষ্যে খাগড়াছড়ি সেনা জোনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটকরে সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশীদ জানান, আটক স্বপন চাকমার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহারের অভিযোগে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।