অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড
![]()
নিউজ ডেস্ক
অনুপ্রবেশের দায়ে মহেন্দ্র মল্লিক নামের ভারতীয় নাগরিকের এক বছরের কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের আদালত। একই সঙ্গে এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মহেন্দ্র মল্লিক ভারতের ওড়িশার নাগরিক।
বুধবার (২৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউসার আলমের আদালত এ রায় দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দণ্ডিত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী অনুপ্রবেশের দায়ে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী জাকির হোসাইন বলেন, রূপগঞ্জের আড়িয়াব জামে মসজিদের সামনে থেকে ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর স্থানীয় লোকজন মহেন্দ্র মল্লিককে আটক করেছিল। পরে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করেন তিনি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা হয়।