রাঙামাটিতে সশস্ত্র উপজাতি দুই সন্ত্রাসীগোষ্ঠীর গোলাগুলিতে নিহত ১
 
                 
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলীতে সশস্ত্র দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ভয়াবহ গোলাগুলি হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার গাইন্দা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ওগাড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশ এখনো লাশ উদ্ধার করতে পারেনি।
একটি সূত্র বলেছে, সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র গ্রুপ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- জেএসএস ও মগ লিবারেশন পার্টির সশস্ত্র গ্রুপ মগ লিবারেশন আর্মির মধ্যকার এক গোলাগুলিতে নিহত ব্যক্তি জেএসএস এর সামরিক শাখার কমান্ডার সুজন চাকমা ওরফে অভিষেক (৩৫)। এঘটনায় আরো বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী আহত হয়েছে বলেও জানায় সূত্রটি।
সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজস্থলী উপজেলা সদরের কাছেই ২নং গাইন্দ্যা ইউনিয়নের ওগারী পাড়া এলাকায় মগ লিবারেশন পার্টির ও জেএসএস এর দুদল সশস্ত্র সন্ত্রাসীর মধ্যে প্রচণ্ড রকমের গোলাগুলি চলে। থেমে থেমে অন্তত ঘন্টাব্যাপী উভয়দলের সন্ত্রাসীরা গুলি বিনিময় করে চলে গেলেও প্রাণ ভয়ে রাতের বেলায় স্থানীয়রা কেউই ঘর থেকে বের হয়নি। সকালে স্থানীয়রা উগারি পাড়ার রাস্তার উপর জলপাই রঙের পোশাক পরিহিত একজনের গুলিবিদ্ধ মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে জানায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুচিংমং মারমা বন্দুকযুদ্ধের ঘটনার সতত্যা স্বীকার করেন। তিনি বলেন, গত শুক্রবার রাতে ওগাড়ি পাড়া এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যায়। শনিবার সকালে এলাকার মানুষ কাজে বের হলে রাস্তায় জলপাই রঙের পোষাক পড়া একজনের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। আমি পুলিশকে জানিয়েছি।
এলাকাটি দুর্গম হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো কেউ ঘটনাস্থলে পৌঁছাতে পারে নি। এদিকে, ওই এলাকায় প্রচুর সন্ত্রাসীদের আনা গোনা দেখা গেছে। স্থানীয়রা ধারণা করছেন যে কোন সময় আবারো দুই পক্ষের মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধ শুরু হতে পারে।
নিজদের দলের সামরিক শাখার কমান্ডার এর মৃত্যুর বিষয়ে জেএসএস রাঙামাটি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা জানিয়েছেন রাজস্থলীতে তাদের কোন সাংগঠনিক কার্যক্রম নেই, তাদের কোন স্বশস্ত্র দল নেই। জেএসএসের কোন সদস্য নিহতের খবর তার কাছে নেই।
তবে রাজস্থলীর সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উক্ত সন্ত্রাসী জেএসএস এর সক্রিয় সদস্য বলে তারা জানতে পেরেছেন। তবে এখনো পর্যন্ত তার নাম-ঠিকানা আমরা নিশ্চিত হতে পারেন নি।
