মাইকেল চাকমাকে উদ্ধারে সহায়তা চেয়ে সিএইচটি কমিশনে পাহাড়ের ৪ সংগঠন
![]()
নিউজ ডেস্কঃ
নিখোঁজ ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে উদ্ধারে সহযোগিতা চেয়ে সিএইচটি কমিশনের সাথে সাক্ষাত করেছে পাহাড়ের ৪ সংগঠন, ইউনাইটেড ওয়ার্কাস ডেমোক্রেটিক ফ্রন্ট, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ নেততৃবৃন্দ।
মঙ্গলবার কমিশন কার্যালয়ে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন কমিশনের কো-চেয়ারম্যান সুলতানা কামাল, উপদেষ্টা মেঘনা গুহ ঠাকুরতা, সদস্য খুশি কবির ও রিসার্চ অফিসার ইলিরা দেওয়ান।
চার আঞ্চলিক সংগঠনের পক্ষে ইউনাইটেড ওয়ার্কাস ডেমোক্রেটিক ফ্রন্ট’র সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা, সাধারণ সম্পাদক মন্টি চাকমা, পিসিপির সাধারণ সম্পাদক সুনয়ন চাকমাসহ মাইকেল চাকমা বড়বোন সুভদ্রা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এসময় কমিশনকে সোঁনারগা থানার অসহযোগিতাপূর্ণ আচরণ ও মাইকেল চাকমার নিখোঁজের বিভিন্ন সম্পর্কে অবগত করেন।
এসময় কমিশন নেতৃবৃন্দও মাইকেল চাকমার সন্ধান ও উদ্ধারের বিষয়ে সর্বাত্নক সহযোগীতার আশ্বাস দেন।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল বিকেলে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে নারায়নগঞ্জের কাচপুর এলাকায় নিখোঁজ হন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা।