দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা: তিন শতাধিক মানুষের মাঝে ওষুধ বিতরণ

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা: তিন শতাধিক মানুষের মাঝে ওষুধ বিতরণ

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা: তিন শতাধিক মানুষের মাঝে ওষুধ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম রেজা মনি পাড়া ও কারিগর পাড়া এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে এক বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের উদ্যোগে এবং সেনাবাহিনীর ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই ক্যাম্পে তিন শতাধিক স্থানীয় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সেনাবাহিনীর সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল খাদেমুল ইসলাম এবং ভাইবোনছড়া ক্যাম্প অধিনায়ক মেজর মো. আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার মানুষের মৌলিক সেবা প্রাপ্তি এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয়। এ কারণে সেনাবাহিনী শুধু নিরাপত্তা কার্যক্রমই নয়, মানবিক, সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমেও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, ভবিষ্যতেও সেনাবাহিনী এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয় অসহায় ও দুঃস্থ মানুষরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, দুর্গম পাহাড়ি অঞ্চলে যেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবাও অনেক সময় নাগালের বাইরে, সেখানে সেনাবাহিনীর এই উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্প, সচেতনতামূলক সভা এবং ত্রাণ সহায়তা প্রদান করে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *