অবৈধ অস্ত্রধারীরা পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে- দীপংকর তালুকদার
 
                 
নিউজ ডেস্ক
অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে মন্তব্য করে খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেছেন, এসব অবৈধ অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে এই অঞ্চলে শান্তি ফিরে আনতে হবে।
তিনি বলেন, একজন ভালো মানুষ এবং একটি ভালো চাকরির জন্য শিক্ষার কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আন্তরিকতায় দূর্গম এলাকায় অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। শেখ হাসিনার নেতৃত্বে তিন পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারোও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে দীপংকর তালুকদারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক গত সেপ্টেম্বর মাসে এই স্কুলটি এমপিও ভুক্ত হওয়ায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
