বান্দরবানের রুমায় গোলাগুলি
“এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
বান্দরবানের রুমায় পাইন্দু এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। তিনি বলেন, রুমার পাইন্দু ইউনিয়নে পাহাড়ি দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ওই ঘটনায় হতাহতের কোনও খবর তিনি জানাতে পারেননি।
স্থানীয়রা জানান, সকালে পাইন্দু ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে হতাহতের আশঙ্কাও করছেন স্থানীয়রা।
