মাদক চোরাচালান ও অপরাধ দমনে সকলের সমন্বিত সহায়তা দরকার- লে. কর্ণেল হাফিজুর রহমান
![]()
নিউজ ডেস্ক
মাদক চোরাচালান ও অপরাধ দমনে সকলের সমন্বিত সহায়তা দরকার মন্তব্য করে খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান বলেছেন, শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা একান্ত প্রয়োজন। সন্ত্রাস দমন, সীমান্ত আইন মেনে চলা ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার অনুরোধও করেন তিনি।

সকালে (মঙ্গলবার) বিজিবির রামগড় ব্যাটালিয়নের হলরুমে মাদক ও চোরাচালান দমন, আইন-শৃংখলা রক্ষা করা, অস্ত্র চোরাচালান প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার, সীমান্ত আইন (ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি ১৯৭৫), সন্ত্রাসী কর্তৃক চাঁদা আদায়, অবৈধ কাঠ ব্যবসা, শান্তি ও সম্প্রীতি (সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি, জাতিগত সম্প্রীতি) এবং সড়ক দূর্ঘটনা সংক্রান্ত বিষয়ে পুলিশ, বিজিবি, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধির সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জোন অধিনায়ক।

রামগড় ব্যাটালিয়নের সহকারী পরিচালক রাজু আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজুর রহমান, হেয়াকো ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুকুর রহমান, রামগড় প্রেস ক্লাবের সভাপতি শ্যামল রুদ্র, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইনসহ জনপ্রতিনিধি, শিক্ষক, হ্যাডম্যান-কার্বারী সহ প্রমুখ।
এসময় বিজিবির পদস্থ কর্মকর্তা, ব্যাটালিয়ন অধিনস্ত বিভিন্ন ইউপির চেয়ারম্যান, কাউন্সিলর, হেডম্যান-কার্বারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পরিবহন সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।