বান্দরবানে ইউপিডিএফ (প্রসীত) সভাপতির পদত্যাগ
 
                 
নিউজ ডেস্ক
দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে পাহাড়ের চুক্তিবিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের বান্দরবান জেলা ইউনিটের আহবায়কের দায়িত্ব পালনকারী ছোটন কান্তি তঞ্চঙ্গা ইউপিডিএফ থেকে পদত্যাগ করেছেন।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা সদরের একটি হোটেলের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।
ছোটন কান্তি তঞ্চঙ্গা জেলা সদরের বালাঘাটা এলাকার মৃত শশী তঞ্চঙ্গার পুত্র।
সংবাদ সম্মেলনে, লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৯৭ হতে প্রসীত বিকাশ খীসার চুক্তি পরিপন্থি সংগঠনের দিকে ঝুঁকে পড়েন তিনি। পরবর্তীতে ১৯৯৮ সালের ২৬ শে ডিসেম্বর ইউপিডিএফ নামক নতুন সংগঠন গঠন করা হলে তিনি বান্দরবান জেলা ইউনিটের আহ্বায়কের দায়িত্ব পান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে প্রসীত বিকাশ খীসা পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করলে পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী শুরু হয়। ইতোমধ্যে এর ব্যাপকতা আরো বৃদ্ধি পায়। দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পার্বত্য চুক্তিটির ব্যাপক সমর্থন থাকলেও ইউপিডিএফ কর্তৃক চুক্তির বিরোধিতা ব্যাপক প্রচার করতে থাকায় অধিকার বঞ্চিত জনগণ চুক্তির বহু বছর পরেও শান্তির মুখ দেখতে পায়নি।

তিনি আরো বলেন, আন্দোলনকারী সংগঠনগুলিতে বিভক্তি বেড়ে গিয়ে বর্তমানে পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় আছে। উক্ত পরিস্থিতি যত দীর্ঘ হবে ততো অধিকার বঞ্চিত জনগণ ক্ষতিগ্রস্ত হবে, সমস্ত আশার আলো ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি পরিলক্ষিত হচ্ছে।
পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক ও ভঙ্গুর, উচ্চ রক্তচাপ ও লিভার সিরোসিস রোগের ভুগছেন তিনি। তাই স্বেচ্ছায় প্রসীতপন্থি ইউপিডিএফ সংগঠনের পদবি ও অর্পিত দায়িত্ব হতে সম্পূর্ণ অব্যাহতি নিলেন। আজ হতে কোন জবাবদিহিতা ও দায়িত্ব কর্তব্য পালনে তিনি বাধ্য থাকবেন না।
পার্বত্য অঞ্চলের শান্তি চুক্তির প্রসঙ্গ টেনে তিনি সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে পার্বত্য চট্টগ্রামে যে সকল সংগঠন আত্মপ্রকাশ করেছে, তাদের মধ্যে মতের মিল না থাকার কারণে পাহাড়ে শান্তি চুক্তি দীর্ঘায়িত হচ্ছে ।
