রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ, ২ চোরাকারবারি আটক - Southeast Asia Journal

রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ, ২ চোরাকারবারি আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমান্তবর্তী উপজেলা রামগড়ে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে সীমান্ত পার করে ভারত থেকে আনা দুটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়েনের (৪৩ বিজিবি) সদস্যরা।

আজ বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার পুরাতন সিনেমা হল এলাকা হতে গরুগুলো জব্দ করা হয়। এসময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে পালিয়ে যাবার সময় দুই চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

জানা যায়, দুপুরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ রামগড় বিওপির একটি টহল দল রামগড় উপজেলার অন্তর্গত বিওপি অধিনস্ত হাবিবুল্লাহর চর নামক স্থানে কয়েকজন লোককে ৬-৭ টি ভারতীয় গরু নিয়ে নদী পার হতে দেখে। টহলদল তাদের ধাওয়া করলে তারা গরুসহ রামগড় শহরের দিকে দৌঁড়ে পালিয়ে যেতে থাকে। বিজিবি সদস্যরাও চোরাকারবারিদের ধাওয়া করে পৌর শহরের পুরাতন সিনেমা হল এলাকায় এসে ২ টি গরু জব্দ করতে সক্ষম হয় এবং চোরাকারবারিরা রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তার দিকে দৌঁড়াতে থাকে। একই সময়ে তারা টহল দলকে লক্ষ্য করে রাস্তা থেকে ইট-পাথর নিক্ষেপ করে।

এসময় বিজিবি সদস্যরাও তাদের পিছু নিয়ে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা হতে দুজন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। এছাড়া তাদের অপর সহযোগী ৫-৬ জন চোরাকারবারী উক্ত স্থান হতে দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত মোঃ মাঈন উদ্দিন (২৫) পৌরসভার শ্বশানটিলা এলাকার শফিক উদ্দিনের ছেলে এবং মোঃ মোবারক হোসেন (৩০) একই এলাকার আব্দুল হাই’র ছেলে বলে জানা গেছে। অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামীদ্বয়রে বিরুদ্ধে পূর্বে রামগড় থানায় মাদকের মামলা রয়েছে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত গরু এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ব্যাটালিয়েনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, যে কোন মূল্যে সীমান্তে চোরাকারবারিদের প্রতিহত করে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর।