খাগড়াছড়িতে ঢিলেঢালা ভাবে চলছে ইউপিডিএফের ডাকা আধাবেলা সড়ক অবরোধ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ঢিলেঢালা ভাবে চলছে ইউপিডিএফের ডাকা আধাবেলা সড়ক অবরোধ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্গনের অভিযোগ তুলে খাগড়াছড়িতে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে অনেকটা ঢিলেঢালা ভাবেই।

জেলাজুড়ে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পালিত হচ্ছে এই কর্মসূচি।

অবরোধের কারণে দূর পাল্লার সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকলেও বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কে গাড়ি চলাচল অব্যাহত রয়েছে। জেলা শহর ও শহরতলীতে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অবশ্য অবরোধের সমর্থনে কোথাও পিকেটিং কিংবা সড়ক অবরোধ চোখে পড়েনি।

যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ন পয়েন্টে আইন-শৃৃঙ্খলাবাহিনীর উপস্থিতিও রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর টহল রয়েছে। সাজেকগামী পর্যটকবাহী পরিবহন জেলা শহর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় পারাপার করা হচ্ছে।

প্রসঙ্গত, আগামীকাল ১৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলায় সফর করবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও কমিশনের অন্য সদস্যরা। জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সফরকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে এ কর্মসূচি দেয় ইউপিডিএফ প্রসীত গ্রুপ।