রাঙামাটি অবৈধ অস্ত্রসহ জেএসএস (সন্তু) সন্ত্রাসী আটক - Southeast Asia Journal

রাঙামাটি অবৈধ অস্ত্রসহ জেএসএস (সন্তু) সন্ত্রাসী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি রিজিয়নের ১০ আর.ই ব্যাটালিয়নের অন্তর্গত ধনপাতা বাজার থেকে অবৈধ অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ ভাগ্যধন চাকমা (৪৫) নামে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর এক সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

১৫ জানুয়ারি (১৫ জানুয়ারি) বিকাল ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১টি দেশীয় রাইফেল, ৫টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, ৫টি চাঁদা সংগ্রহের রেজিস্টার এবং নগদ ১ লাখ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি জেএসএস (মূল) দলের সশস্ত্র চাঁদা সংগ্রহকারী সন্ত্রাসী।

আটককৃত সন্ত্রাসীকে অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদিসহ কোতয়ালি থানা পুলিশ রাঙামাটিতে হস্তান্তর করা হয়েছে।

এই অভিযান পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান। পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।