চথোয়াই মং স্মরণে বান্দরবানের ৭ উপজেলায় কাল শোক সভা
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্কঃ
বান্দরবান পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর চথোয়াই মং মারমাকে অপহরণের পর হত্যার ঘটনায় জেলা জুড়ে অর্ধ দিবস হরতাল পালনের পর আগামীকাল সোমবার চথোয়াই মং স্মরণে জেলার ৭ উপজেলায় শোক সভা করবে আওয়ামীলীগ।
হরতাল শেষে দুপুরে এক সমাবেশে পরবর্তী কর্মসূচী হিসেবে এ ঘোষনা দেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও পাজেপ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
এর আগে, ২২ মে বুধবার রাতে অপহরণের পর চথোয়াই মং মারমা হত্যা করে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা।
