বান্দরবানে অর্ধ-শতাধিক আ.লীগ নেতা-কর্মীকে হত্যার পরিকল্পনা জেএসএস (সন্তু)’র- ক্য শৈ হ্লা
![]()
নিউজ ডেস্কঃ
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি ক্য শৈ হ্লা বলেছেন, জেএসএস’র চাঁদা কালেক্টরদের করা ছক অনুযায়ী প্রায় ৫০-৬০জন আওয়ামীলীগ নেতাকে হত্যার পরিকল্পনা নিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস।
রবিবার বান্দরবানে অর্ধ-দিবস হরতাল পালন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জেএসএস’র তালিকায় ১ম ছিলেন গত বছরের ১৩ জুন তাদের হাতে নিহত মংপু মারমা। আর গত বুধবার একই সন্ত্রাসীদের হাতে নিহত চথোয়াই মং মারমা ছিলো এ তালিকার ৩০ নম্বরে।
এসময় সমাবেশে অন্যান্যদের মধ্যে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা আঃ রহিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইসলাম বেবী, যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, ছাত্রলীগ সভাপতি কাউসার সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সমাবেশ থেকে সন্তু লারমার কুশপুত্তলিকা দাহ করেন নেতাকর্মীরা।