বেনাপোলে ভারতে পাচারকালে ৩৮ টি স্বর্ণের বার উদ্ধার - Southeast Asia Journal

বেনাপোলে ভারতে পাচারকালে ৩৮ টি স্বর্ণের বার উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে পাচারের সময় তিন জেলা থেকে ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এ সময় আটক করা হয়েছে একজনকে। এর মধ্যে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি।

খুলনা ২১ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পুটখালী গ্রামের সজলের মোড়ে টহল দিচ্ছিল বিজিবি। এ সময় একটি মোটরসাইকেলের দুই আরোহী তাদের দেখে মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে ৯শ’ ৩৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার ৫৮০ টাকা।

এছাড়া, ঝিনাইদহের মহেশপুর থেকে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণেরবার সহ একজনকে আটক করেছে বিজিবি।

এদিকে, নীলফামারী সৈয়দপুরে একটি বাসে অভিযান চালিয়ে ২০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। পঞ্চগড়গামী বাসে করে স্বর্ণবার ভারতের পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।