প্যানেল চেয়ারম্যান হয়ে খাদ্যশষ্য আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যার বিরুদ্ধে
![]()
নিউজ ডেস্কঃ
ভূয়া প্যানেল চেয়ারম্যান নাম ভাঙ্গিয়ে এক ইউপি সদস্যার বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্প ২০১৮-২০১৯ অর্থবছরের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়ন কর্মসুচীর খাদ্যশষ্য আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, স্মারক নং-২৯-০০, ০০০০, ২২৩.০২০.০১.২০১৮.২৭০ তারিখ- ০৩.০৯.২০১৮ খ্রি: মুলে জেলার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়নের জন্য ৫০ মে:টন খাদ্যশষ্য বরাদ্ধ দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়। পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যা হীরামতি বড়ুয়া নিজেকে প্যানেল চেয়ারম্যান দাবি করে উক্ত বরাদ্ধ এনে কাজ না করায় স্থানীয় বাসিন্দা আব্দুল মোনাফ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে খাদ্যশষ্য আত্মসাতের অভিযোগ দায়ের করেন।
পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যা হীরামতি বড়ুয়া প্যানেল চেয়ারম্যান নয়। সে প্রতারনা করে প্রকল্প আত্মসাত করেছে। যা খুবই লজ্জাজনক।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের চিঠি মুলে আমরা বিষয়টি জানতে পেরে তাকে অফিসে ডাকি। সে ভুল করেছে এবং কাজ সমূহ খুব তাড়াতাড়ি সম্পন্ন করবে বলে একটি লিখিত দিয়েছে। যে সকল কাজের কথা বলা আছে তা এখনো বাস্তবায়ন হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত মহিলা সদস্যা হিরামতি বড়ুয়ার সাথে বারবার যোগাযোগ করেও দেখা মিলে নাই। অবশেষে তার ব্যবহৃত ০১৮#####৪৪৩ নম্বরে কল দিলে তা রিসিভ করে সংবাদকর্মী পরিচয় পেয়েইে ফোন কল কেটে দেয় । পরবর্তীতে সে আর ফোন রিসিভ করে নাই।
বিষয়টি দ্রুত তদন্ত করার কথা থাকলেও বারবার তদন্ত তারিখ পেছানোর বিষয়ে তদন্ত কর্মকর্তা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব কাজী মো. আনোয়ারুল হাকিমের সাথে যোগাযোগ করলে, তিনি জানান- শারীরিক অসুস্থ্যতার কারনে তদন্ত করতে দেরী হচ্ছে, তবে রমজানের পরে তদন্তে আসবেন ।
অভিযোগকারী আব্দুল মোনাফ বলেন, তদন্ত কর্মকর্তা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব কাজী মো.আনোয়ারুল হাকিম স্যারের চিঠি মোতাবেক আমি প্রতিবারই প্রামানিক কাগজপত্রসহ উপজেলা পরিষদে হাজির হয়েছি, অথচ তদন্তে না এসেই নতুন তারিখ দিয়ে আমাকে বারবার হয়রানী করিতেছেন। আমি দ্রুত তদন্তের মাধ্যমে প্রতারণা ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি প্রার্থনা করছি।