খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোনের সহযোগিতায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোনের দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ী-বাঙ্গালী, গরিব, দুস্থ ও অসহায় ১৯ টি পরিবারকে ঢেউ টিন, ৬টি পরিবারকে খাদ্য সামগ্রী, আর্থিক অনুদান, পড়া লেখার জন্য বই ও স্কুল ড্রেস এবং ১টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে বেঞ্চ বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কর্মসূচির আওতায় ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে পলাশপুর জোন সদরে স্থানীয়দের মাঝে এসব নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন।

এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আমরা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছি। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

এসময় পলাশপুর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সোহেল আহমেদ, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ও মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম রিফাত, ব্যাটালিয়নের সুবেদার মেজর, প্রধান সহকারীসহ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।