খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু তোলায় লাখ টাকা জরিমানা
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চেঙ্গুছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. মনির হোসেন নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেছেন।
বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ৪ নম্বর তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ।
এ সময় বালু ব্যবসায়ী মো. মনির হোসেন (৩৭) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুম্পা ঘোষ।
