লামায় সড়ক দূর্ঘটনায় ১জন আহত - Southeast Asia Journal

লামায় সড়ক দূর্ঘটনায় ১জন আহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

বান্দরবানের লামায় সড়ক দূর্ঘটনায় ১ ব্যক্তির গুরুতর আহত হবার খবার পাওয়া গেছে।

শনিবার সকালে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের মরা বাঙ্গাইলার টেকে এই দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকের ড্রাইভার মো. লিটন (৪৫) গুরুতর আহত হয়।

আহত লিটন নোয়াখালী জেলার কবিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব ফতেহপুর গ্রামের মৃত মমিন আলীর ছেলে।

আহত লিটনকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসে। পরে আশংকাজনক অবস্থায় তাকে কর্তব্যরত চিকৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এ ঘটনায় ট্রাকের হেলপার মো. শিপন (১৭) আগে থেকে গাড়ি থেকে লাফিয়ে পড়ায় তার তেমন কোন আঘাত লাগেনি।

হেলপার শিপনের ভাষ্যমতে, তারা হার্ডবোড নিয়ে চট্টগ্রাম হতে আলীকদম বোর্ড ফ্যাক্টরীতে যাচ্ছিলো। পথে মিরিঞ্জা এলাকায় আসলে পাহাড় নামার সময় ট্রাকটি ব্রেকফেল হয়। সে দ্রুত গাড়ি থেকে নেমে জাম দিয়ে গতিরোধ করতে চেষ্টা করে। কিন্তু মালবোঝাই লোড গাড়ি হওয়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে ট্রাকটি পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। গাড়িটি দুমড়ে মুছড়ে খন্ড বিখন্ড হয়ে গেছে। আহত ড্রাইভারকে ক্ষতিগ্রস্থ গাড়ির মধ্যে থেকে উদ্ধার করা হয়। ট্রাকটির নাম্বার চট্টমেট্রো-ট ০৫-০৩৪১।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক খালেদ মোশারফ বলেন, খুবই মারাত্মকভাবে ট্রাকটি ক্ষতিগ্রস্থ হয়েছে।