অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করল আলীকদম সেনা জোন - Southeast Asia Journal

অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করল আলীকদম সেনা জোন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান জেলার আলীকদম সেনা জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে পবিত্র ঈদ-উল- ফিতর উদযাপন উপলক্ষে গরীব অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ইদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় আলীকদম সেনা জোনের আওতাধীন রুপসী পাড়া ক্যাম্প এলাকায় অসহায়, গরীব, এতিম ও দুঃস্থ পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

অপরদিকে, আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে প্রায় শতাধিক অসহায়, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান।

এ সময় জোন অধিনায়ক বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে আসন্ন ঈদে আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য এধরনের ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। সেই সাথে আলীকদম সেনা জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও প্রায় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা,ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান।