কর্মহীন, অসহায় ও দরিদ্র মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

কর্মহীন, অসহায় ও দরিদ্র মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্মহীন, অসহায় ও দরিদ্র মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোন ও এফএআরটিসি দীঘিনালা।

আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার দীঘিনালা সেনা জোন সদরে প্রথম ধাপে এ ঈদ সামগ্রী বিতরণ করেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ।

পরে ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের অফিসার ইনচার্জ মেজর মোঃ তুহিন রহমান অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

ঈদ সামগ্রী বিতরণকালে দীঘিনালা সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ বলেন, ‘পরিবার গুলোতে ঈদের খুশি পৌছে দিতে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে সেনাবাহিনী।আগামী দিনেও মানুষের সহযোগিতায় সেনাবাহিনীর এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে ৩০টি ও এফএআরটিসি দীঘিনালার পক্ষ থেকে ৬০টি দুস্থ অসহায় ও দারিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে চাল ০৫ কেজি, আটা ০২কেজি, চিনি ০১ কেজি, সয়াবিন তেল ০১ লিটার, ডাল ০১ কেজি, লবন আধা কেজি, চা পাতা ২০০ গ্রাম সম্মিলিত খাদ্যের প্যাকেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের জোনার স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান, আরএমও ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান, ক্যাপ্টেন হাসনাইন আলভী, এসএম অনারারী লেঃ এ কে এম নওরোজ ইসলাম, এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের আরএমও ক্যাপ্টেন আব্দুল্লাহ্ আল জোবায়ের, ক্যাপ্টেন আব্দুল্লাহ হীল সফি প্রমুখ।