রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার কোন কথাই রাখেনি - Southeast Asia Journal

রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার কোন কথাই রাখেনি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড মাথাচাড়া দিয়ে উঠেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার কোন কথাই রাখেনি, বরং বহু টালবাহানা করছে। এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার চালাচ্ছে বিশ্বজুড়ে। উদ্দেশ্য মহৎ নয় বলেই তারা অন্যের উপর দোষ চাপাচ্ছে। আমরা কোন অংশ না হয়েও রোহিঙ্গা ইস্যুতে এখন ভিকটিম হয়ে গেছি।

বুধবার (১২ জুন) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় অবস্থানরত কূটনৈতিকদেরকে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ইদানীং রোহিঙ্গারা কিছুটা সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িয়ে পড়েছে। এটা আমরা অনেক দিন ধরেই আঁচ করেছিলাম, এই বিরাট সংখ্যক লোক যদি পড়ে থাকে, তাহলে তাদের সন্ত্রাসী তৎপরতা বাড়ার আশঙ্কা আছে। এ জন্য মিয়ানমারকে আবার জোর দিয়ে বলব, “তোমরা তোমাদের কথা রাখো। তোমাদের লোকগুলোকে অতি দ্রুত নিয়ে যাও।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যর সৃষ্টি মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক, ভুল যা করছে তারা (মিয়ানমার) অথচ দোষ চাপাচ্ছে বাংলাদেশের উপর। সমস্যা সৃষ্টি তাদের, শুধুই ভুক্তভোগী বাংলাদেশ। এখন মিয়ানমার বলছে বাংলাদেশের সদ্বিচ্ছার জন্য রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পাচ্ছে না। এটা সম্পূর্ণ বানোয়াট কথা এবং অপপ্রচার করছে মিয়ানমার।